চিতলমারীর শতাধিক পরিবার ১০ দিন ধরে পানিবন্দি
চিতলমারীর শতাধিক পরিবার ১০ দিন ধরে পানিবন্দি
চিতলমারীর শতাধিক পরিবার ১০ দিন ধরে পানিবন্দি
বাগেরহাটের চিতলমারী উপজেলায় শতাধিক পরিবার প্রায় ১০ দিন ধরে পানিবন্দি। ভুক্তভোগীরা পানি নিষ্কাশনের জন্য গত সপ্তাহে ইউএনও বরাবর আবেদন করলেও সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টায় এই প্রতিবেদন প্রস্তুত করার সময় পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।
সরেজমিন সোমবার সকালে জানা যায়, চিতলমারীর চরবানিয়ারী ইউনিয়নের ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বদিকের বসতবাড়িগুলো পানিবন্দি। ভুক্তভোগী গৌর বিশ্বাস, মঞ্জুয়ারা বেগম, মিলন ভট্টাচার্য, মনি রায়সহ অনেকে জানান, গত ১০-১২ দিন ধরে তাদের মতো শতাধিক পরিবার পানিবন্দি।
বাড়ির মাটির চুলায় রান্না করা যাচ্ছে না। মশা, সাপের উপদ্রব বেড়েছে। পাশের ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বালু দিয়ে উঁচু করার ফলে গ্রামের পানি মরা চিত্রা নদীতে নিষ্কাশন হতে পারছে না। এতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর যাতায়াত ও বসবাস করা কঠিন হয়ে পড়েছে।
বিষয়টি এলাকার ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে জানানোর পরও কোনো খোঁজ নেননি তারা। তাই স্থায়ী প্রতিকারের জন্য গত বৃহস্পতিবার চিতলমারী ইউএনও বরাবর লিখিত আবেদন করেছেন।
এ ব্যাপারে ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলেন্দু গোলদার বলেন, ‘নারী ও শিশুসহ পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। শিক্ষার্থীরা ঠিকমতো বিদ্যালয়ে আসতে পারছে না।