প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু
Daily Somoyer Bani 7 Star Press
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে ক্লাসের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) টেক্সটাইল ডিপার্টমেন্টের ল্যাব ক্লাসের মাধ্যমে বহুল প্রতীক্ষিত স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করা হয়।
ঢাকা-পূর্বাচল (৩০০ ফিট) এক্সপ্রেসওয়েতে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে ল্যাব ক্লাসের শুভ উদ্বোধন করেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. রায়হানা বেগম, ভারপ্রাপ্ত ট্রেজারার কামাল হোসেন হাওলাদার, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল ড. আব্দুল্লাহ আল মামুন, সকল অনুষদের ডিন, সকল অ্যাকাডেমিক ও প্রশাসনিক বিভাগীয় প্রধানসহ সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম এই দিনটিকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নতুন অর্জিত মাইলফলক হিসাবে আখ্যায়িত করেন। শিক্ষার গুণগতমান বজায় রাখার জন্য সকল শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি উল্লেখ করেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ডিপার্টমেন্টের সুনাম সর্বত্র এবং এখান থেকে পাশকৃত শিক্ষার্থীরা দেশের সকল শিল্প কারখানায় সম্মানের সঙ্গে উচ্চপদে কর্মরত আছেন।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন টেক্সটাইল ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অধ্যাপক এম এ খালেক।
দিনটিকে স্মরণীয় করে রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সবশেষ দোয়া মাহফিলের মাধ্যমে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে উদ্বোধনের সমাপ্তি ঘোষণা করা হয়।
নিউজটি শেয়ার করুন