এতে চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি ফের বাড়তে পারে। এসময়ে ফেনী জেলার মুহুরী ও সিলোনিয়া নদীসমূহের পানি সমতল বিপদসীমা অতিক্রম করতে পারে এবং ফেনী জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
সংবাদ শিরোনাম ::
প্রচ্ছদ /
আবহাওয়া, কৃষি, গণমাধ্যম, চট্টগ্রাম বিভাগ, জনপ্রিয়, জাতীয়, ফেসবুক নিউজ, বাংলাদেশ, সম্পাদকীয়, সারাদেশ
বৃষ্টি ও বন্যা নিয়ে বড় দুঃসংবাদ
বৃষ্টি ও বন্যা নিয়ে বড় দুঃসংবাদ
বৃষ্টি ও বন্যা নিয়ে বড় দুঃসংবাদ
এতে আরো বলা হয়েছে, দেশের অভ্যন্তরে ও উজানে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে ওই সময়ে ফেনী জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আসন্ন লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে বরিশাল ও খুলনা বিভাগেও যথেষ্ট ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং নিচু এলাকায় জলাবদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া চট্টগ্রামের পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঝুঁকিও রয়েছে। সেই সঙ্গে এই অঞ্চলগুলোর জনজীবন বিপর্যস্ত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। সুতরাং, এই সময়ের জন্য পূর্ব প্রস্তুতি জরুরি।