মব-সন্ত্রাসের বিরুদ্ধে টাঙ্গাইলে ছাত্রদলের বিক্ষোভ
মব-সন্ত্রাসের বিরুদ্ধে টাঙ্গাইলে ছাত্রদলের বিক্ষোভমব-সন্ত্রাসের বিরুদ্ধে টাঙ্গাইলে ছাত্রদলের বিক্ষোভমব-সন্ত্রাসের বিরুদ্ধে টাঙ্গাইলে ছাত্রদলের বিক্ষোভ
সারা দেশে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে টাঙ্গাইল জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভ, সদস্য সচিব এমএ বাতেন ও যুগ্ম-আহ্বায়ক রাকিবুল ইসলাম প্রমুখ। এ সময় তারা বলেন, মব সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে একটি কুচক্রী মহল বিভিন্ন অপরাধ করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। আমরা ঐক্যবদ্ধ থেকে এসবের মোকাবেলা করব।
কর্মসূচিতে জেলা, সদর উপজেলা এবং শহরের বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।