প্রথম স্বর্ণালীর পড়াশোনার দায়িত্ব নিল বিএনপি
রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম স্বর্ণালীর পড়াশোনার দায়িত্ব নিল বিএনপি
রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম স্বর্ণালীর পড়াশোনার দায়িত্ব নিল বিএনপি
এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম স্থান অধিকারী (১২৮৩ প্রাপ্ত) বগুড়ার বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী স্বর্ণালী আক্তার দৃষ্টির পড়াশোনার যাবতীয় দায়িত্বভার নিয়েছে শিবগঞ্জ উপজেলা বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্বর্ণালীর দায়িত্বভার নেয় দলটি।
আজ সোমবার শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজশাহী শিক্ষা বোর্ডে নম্বর প্রাপ্তির দিক দিয়ে প্রথম স্থান অর্জন করা স্বর্ণালী আক্তার দৃষ্টির বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষীকোলা গ্রামে।
তারা বাবা দেলোয়ার হোসেন পেশায় একজন কৃষক। তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
খালিদ হাসান আরমান জানান, রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ব্যতিক্রমী সাফল্য পেয়েছে বগুড়ার বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী স্বর্ণালী আক্তার দৃষ্টি। বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে ১৩০০ নম্বরের মধ্যে স্বর্ণালী পেয়েছে ১২৮৩, যা এ বছরের সেরা ফলাফলের মধ্যে দ্বিতীয়।
বোর্ড থেকে সেরা শিক্ষার্থীদের তেমন কোনো তালিকা করা না হলেও অনেকের মতে এটাই দ্বিতীয় সর্বোচ্চ নম্বর। স্বর্ণালীর এমন অর্জনের সংবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছে। তাৎক্ষণিকভাবে তিনি এই মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর জন্য শিবগঞ্জ উপজেলা বিএনপিকে নির্দেশ দেন। তার সরাসরি নির্দেশনায় স্বর্ণালীর পড়াশোনার যাবতীয় দায়িত্ব গ্রহণ করে শিবগঞ্জ উপজেলা বিএনপি।
এর আগে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি স্বর্ণালীদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তারেক রহমানের শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন। সেখানে দলের পক্ষ থেকে সহায়তার প্রতিশ্রুতি দেন তারা।
স্বর্ণালীর বাবা দেলোয়ার হোসেন জানান, স্বর্ণালীকে কখনো পড়ালেখা করার জন্য জোড় বা চাপ দিতে হয়নি। সে কখনও পড়ত, কখনও খেলত। আমরা শুধু তার পাশে থেকেছি।
মেধাবী শিক্ষার্থী স্বর্ণালী আক্তার দৃষ্টি তার প্রতিক্রিয়ায় জানান, সে দিনে গড়ে ৬ থেকে ৭ ঘণ্টা পড়ত। এক্ষেত্রে সময় কোনো ব্যাপার না, সময় যেটুকুই হোক, মন দিয়ে পড়াশোনা করত সে।
দৃষ্টি ভালো মানের চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেন। তার চাওয়া, মানুষের জন্য শতভাগ কল্যাণকর এমন কিছু তিনি ভবিষ্যতে করবেন।