তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের সূত্র বলছে, গত ২৪ ঘণ্টায় চলনবিল অধ্যূষিত তাড়াশ উপজেলায় ১৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আগামী এক সপ্তাহব্যাপী হালকা ও মাঝারী বৃষ্টি হলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
তাড়াশে ২৪ ঘণ্টায় সর্বাধিক ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে ফসলের বিস্তৃর্ণ মাঠ
তাড়াশে ২৪ ঘণ্টায় সর্বাধিক ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে ফসলের বিস্তৃর্ণ মাঠ
তাড়াশে ২৪ ঘণ্টায় সর্বাধিক ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে ফসলের বিস্তৃর্ণ মাঠ
তালম গ্রামের কৃষক হোসেন আলী, আসাদুল ইসলাম বলেন, বৃষ্টির পানি মাঠ থেকে খাল ও নদী দিয়ে চলনবিলে নামতে না পারায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রসাশন জরুরি পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে আগামীতে রোপা আমন চাষে কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে টানা বৃষ্টিতে তাড়াশ পৌর শহরের বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটছে, দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী ও নিম্নআয়ের মানুষ।
বালিকা বিদ্যালয় সড়কের বাসিন্দা ও ব্যাবসায়িক মিলন হোসেন ও রফিকুল ইসলাম জানান, সামান্য বৃষ্টিতেই এলাকায় পানি জমে যায়। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়ক ও বাসাবাড়ির গলিদিয়ে পানিতে জলকাদায় একাকার হয়ে যাচ্ছে।
তাড়াশ কৃষি অফিসসূত্র জানায়, উপজেলার বিভিন্ন মাঠে রয়েছে, ১৬৬৩ হেক্টর জিরা ধান, ২৫১০ হেক্টর বোনা আমন সহ পাট ও সবজী মাঠে রয়েছে। তবে এ বৃষ্টিতে রোপা আমনের তেমন কোনা ক্ষতি হবে না।