বিএনপিকে এখন উৎখাত করতে চায় চামচিকারা : সাইদ সোহরাব
বিএনপিকে এখন উৎখাত করতে চায় চামচিকারা : সাইদ সোহরাব
বিএনপিকে এখন উৎখাত করতে চায় চামচিকারা : সাইদ সোহরাব
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ঢাকা মহসীন হলের সাবেক জিএস সাইদুর রহমান সাইদ সোহরাব বলেছেন, একটি কুচক্রী মহল আছে তারা নির্বাচন ও গণতন্ত্রকে ভয় পায়।
তারা বেগম খালেদা জিয়া আর তারেক রহমানকে ভয় পায়। তাদের জনপ্রিয়তাকে ভয় পেয়ে স্বৈরাচার শেখ হাসিনা দীর্ঘ ১৭ বছর দেশের মানুষকে নির্বাচনের বাইরে রেখেছেন। তারা জানতো নিরপেক্ষ নির্বাচন হলে দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে।
এ কারণেই তারা দিনের ভোট রাতে করেছে।
সাইদ সোহরাব বলেন, যে বিএনপিকে আওয়ামী লীগ গুম, হত্যা জেল, জুলুম করে দমাতে পারেনি, নিঃশেষ করতে পারেনি, সেই বিএনপিকে এখন উৎখাত করতে চায় চামচিকারা। যে কাজটি আওয়ামী লীগ পারেনি, সে কাজটি কোনোদিন সম্ভব নয়।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার বানাইল ইউনিয়ন বিএনপি আয়োজিত তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচার এবং পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে স্কুল মাঠে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে।
তিনি আরো বলেন, যারা স্বাধীনতাকে কলঙ্কিত করেছে, বিরোধীতা করেছে, বিশ্বাস করেনি, তারা নতুন করে ঘর বাঁধছেন। তারা একসময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে ঘর বেঁধেছে। তারা এক সময় আমাদের আশ্রয়-প্রশ্রয়েও থেকেছে।
দুধ কলা দিয়ে সাপ পুষেছিলাম, তারা এখন আমাদের ছোবল দিতে চায়। তারেক রহমান বেঁচে থাকতে এটা কি সম্ভব?
আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা দীর্ঘ আন্দোলন, দীর্ঘ রক্তপাত, ঘুম, হত্যা জেল, জুলুম সব কিছু সহ্য করে দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন আসলেই কুচক্রী মহল ষড়যন্ত্রের বীজ বপন করেন। যারা ঈশ্বার্নিত হয়ে নির্বাচন বানচাল করতে চান তারা ভুলের স্বর্গে বাস করছেন বলে উল্লেখ করেন।
বানাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাশারফ হোসেনের সভাপতিত্বে পৌর বিএনপি সভাপতি হযরত আলী মিঞা, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, উপজেলা কৃষকদলের আহবায় জাহাঙ্গীর মৃধা, পৌর বিএনপির সাবেক সহসভাপতি খন্দকার মোবারক হোসেন ও সোহরাব হোসেন প্রমুখ বক্তৃতা করেন।