1. dailysomoyerbani7starpres@gmail.com : Daily Somoyer Bani 7 Star Press : Daily Somoyer Bani 7 Star Press
  2. miyajifmforhad@gmail.com : Forhad : Forhad
  3. rohimabegumofficial12@gmail.com : Daily Somoyer Bani 7 Star Press 7 Star Press : Daily Somoyer Bani 7 Star Press 7 Star Press
  4. shafidbaraktaz12@gmail.com : Md Shafid Barak Taz : Md Shafid Barak Taz
ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের সিরিজ হার

নিজেদের ফাঁদে পড়ে, বাংলাদেশের সিরিজ হার

দৈনিক সময়ের বাণী ৭ স্টার প্রেস
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজেদের ফাঁদে পড়ে, বাংলাদেশের সিরিজ হার

আলাপটা মুঠোফোনে হচ্ছিল বলে মুখভঙ্গি দেখার উপায় ছিল না। ফোনের ওপারে থাকা বিসিবির কর্মকর্তা রসিকতা করলেন কি না, সেটাও যাচাই করার সুযোগ ছিল না তাই। দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের কাছে বাংলাদেশের হেরে যাওয়ার অনেকগুলো ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন তিনি। কাল তো শেষ ম্যাচ হেরে সিরিজও হেরে গেছে বাংলাদেশ দল ! এখন তিনি কী বলবেন কে জানে।

আমিরাতের কাছে হারায় কোচিং স্টাফ সদস্যরা নাকি এখন আরও ভালো বুঝতে পারবেন, দলের ক্রিকেটারদের দুর্বলতাগুলো কী, তা নিয়ে কাজও করতে পারবেন বেশি। দ্বিতীয় ম্যাচে দুই শর বেশি রান করেও কেন জেতা গেল না, ওই শিক্ষাটা নেওয়া যাবে বলেও বিশ্বাস তাঁর। কাল বিকেলে মিরপুরে এক সংবাদ সম্মেলনে ইতিবাচক কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীনও। বাংলাদেশ যে দ্বিতীয় ম্যাচে চারটি পরিবর্তন নিয়ে খেলে সবাইকে সুযোগ করে দিয়েছে, মনে করিয়ে দিয়েছেন সেটি।

নাজমূল আবেদীন হয়তো সংবাদমাধ্যমের সামনে মুখরক্ষা করতেই বলেছেন কথাটা। নইলে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সে বিরক্তি আর সমালোচনা আছে বিসিবির ভেতরই।

অবশ্য কেই–বা জানত, বাংলাদেশ এভাবে নিজেদের ফাঁদে পড়ে যাবে! আরব আমিরাতের সঙ্গে সিরিজটা ছিল শুধুই কথা রাখার সিরিজ। গত বছরের নারী বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা থাকলেও দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি হয় আমিরাতে, তবে স্বাগতিক বোর্ড ছিল বিসিবিই। ওই বোঝাপড়াতেই আমিরাতের বিপক্ষে সে দেশে গিয়ে একটি দ্বিপক্ষীয় সিরিজ খেলার প্রতিশ্রুতি দিয়েছিল বিসিবি।

পাকিস্তানে যেহেতু আমিরাত হয়েই যেতে হতো, তাই বাড়তি সফর না করে পাকিস্তানে যাওয়ার পথেই সিরিজটা খেলে এক কাজে দুই কাজ করতে চেয়েছে বিসিবি। শুরুতে ছিল দুই ম্যাচের সিরিজ। পাকিস্তান সিরিজ কয়েক দিন পিছিয়ে যাওয়ায় সময়টুকু কাজে লাগাতে বিসিবির অনুরোধেই সিরিজে ম্যাচ বাড়ানো হয় একটি।

কাল সেই ম্যাচটাও হেরে বাংলাদেশ ২–১–এ হেরে গেল সিরিজটাই। সিরিজ দুই ম্যাচেরই থাকলে তবু তা ড্র করতে পারত লিটন দাসের দল। এর আগে চারটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে টি–টোয়েন্টি জেতা আমিরাত একবারই এমন কারও বিপক্ষে সিরিজ জিতেছিল—আয়ারল্যান্ড। এবার তাদের পাশে নাম লেখাল বাংলাদেশ।

সিরিজ হেরে যাওয়ায় এখন মত বদলাবেন কি না কে জানে। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাজমূল কাল বলেছেন দ্বিতীয় ম্যাচে হারের কারণে তিনি বিব্রত নন, যদি আরব আমিরাতের কথাই বলেন, তারা যে খুব দুর্বল দল তা নয়। আমাদের জেতা উচিত ছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু এটা একটা প্রক্রিয়া। অনেক সময় দুই পা সামনে আগানোর সময় এক পা পেছাতে হয়। আমার মনে হয় এটা সেটা। আমার মনে হয় এটা কিছুটা হলেও আমাদের মনোযোগ ঠিক জায়গায় নিয়ে আসবে।

নাজমূল বিব্রত না হলেও বিসিবির অনেকেই হয়েছেন। আমিরাতের কাছে সিরিজ হেরে যাওয়া যে বিরাট এক ধাক্কা হবে, তা কাল বলছিলেন জাতীয় দল–সংশ্লিষ্ট একজন। এখন কোনোমতে পাকিস্তান সিরিজটা শেষ করে আসতে পারাটাই হবে বিরাট স্বস্তির। কিন্তু আমিরাতের সঙ্গে যে ধাক্কা খেল বাংলাদেশ, তা সামলে কেমন হবে পাকিস্তানে বাংলাদেশের টি–টোয়েন্টির নতুন শুরু

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশের সিরিজ হার

নিজেদের ফাঁদে পড়ে, বাংলাদেশের সিরিজ হার

আপডেট সময় : ১০:৩৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

নিজেদের ফাঁদে পড়ে, বাংলাদেশের সিরিজ হার

আলাপটা মুঠোফোনে হচ্ছিল বলে মুখভঙ্গি দেখার উপায় ছিল না। ফোনের ওপারে থাকা বিসিবির কর্মকর্তা রসিকতা করলেন কি না, সেটাও যাচাই করার সুযোগ ছিল না তাই। দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের কাছে বাংলাদেশের হেরে যাওয়ার অনেকগুলো ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন তিনি। কাল তো শেষ ম্যাচ হেরে সিরিজও হেরে গেছে বাংলাদেশ দল ! এখন তিনি কী বলবেন কে জানে।

আমিরাতের কাছে হারায় কোচিং স্টাফ সদস্যরা নাকি এখন আরও ভালো বুঝতে পারবেন, দলের ক্রিকেটারদের দুর্বলতাগুলো কী, তা নিয়ে কাজও করতে পারবেন বেশি। দ্বিতীয় ম্যাচে দুই শর বেশি রান করেও কেন জেতা গেল না, ওই শিক্ষাটা নেওয়া যাবে বলেও বিশ্বাস তাঁর। কাল বিকেলে মিরপুরে এক সংবাদ সম্মেলনে ইতিবাচক কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীনও। বাংলাদেশ যে দ্বিতীয় ম্যাচে চারটি পরিবর্তন নিয়ে খেলে সবাইকে সুযোগ করে দিয়েছে, মনে করিয়ে দিয়েছেন সেটি।

নাজমূল আবেদীন হয়তো সংবাদমাধ্যমের সামনে মুখরক্ষা করতেই বলেছেন কথাটা। নইলে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সে বিরক্তি আর সমালোচনা আছে বিসিবির ভেতরই।

অবশ্য কেই–বা জানত, বাংলাদেশ এভাবে নিজেদের ফাঁদে পড়ে যাবে! আরব আমিরাতের সঙ্গে সিরিজটা ছিল শুধুই কথা রাখার সিরিজ। গত বছরের নারী বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা থাকলেও দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি হয় আমিরাতে, তবে স্বাগতিক বোর্ড ছিল বিসিবিই। ওই বোঝাপড়াতেই আমিরাতের বিপক্ষে সে দেশে গিয়ে একটি দ্বিপক্ষীয় সিরিজ খেলার প্রতিশ্রুতি দিয়েছিল বিসিবি।

পাকিস্তানে যেহেতু আমিরাত হয়েই যেতে হতো, তাই বাড়তি সফর না করে পাকিস্তানে যাওয়ার পথেই সিরিজটা খেলে এক কাজে দুই কাজ করতে চেয়েছে বিসিবি। শুরুতে ছিল দুই ম্যাচের সিরিজ। পাকিস্তান সিরিজ কয়েক দিন পিছিয়ে যাওয়ায় সময়টুকু কাজে লাগাতে বিসিবির অনুরোধেই সিরিজে ম্যাচ বাড়ানো হয় একটি।

কাল সেই ম্যাচটাও হেরে বাংলাদেশ ২–১–এ হেরে গেল সিরিজটাই। সিরিজ দুই ম্যাচেরই থাকলে তবু তা ড্র করতে পারত লিটন দাসের দল। এর আগে চারটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে টি–টোয়েন্টি জেতা আমিরাত একবারই এমন কারও বিপক্ষে সিরিজ জিতেছিল—আয়ারল্যান্ড। এবার তাদের পাশে নাম লেখাল বাংলাদেশ।

সিরিজ হেরে যাওয়ায় এখন মত বদলাবেন কি না কে জানে। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাজমূল কাল বলেছেন দ্বিতীয় ম্যাচে হারের কারণে তিনি বিব্রত নন, যদি আরব আমিরাতের কথাই বলেন, তারা যে খুব দুর্বল দল তা নয়। আমাদের জেতা উচিত ছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু এটা একটা প্রক্রিয়া। অনেক সময় দুই পা সামনে আগানোর সময় এক পা পেছাতে হয়। আমার মনে হয় এটা সেটা। আমার মনে হয় এটা কিছুটা হলেও আমাদের মনোযোগ ঠিক জায়গায় নিয়ে আসবে।

নাজমূল বিব্রত না হলেও বিসিবির অনেকেই হয়েছেন। আমিরাতের কাছে সিরিজ হেরে যাওয়া যে বিরাট এক ধাক্কা হবে, তা কাল বলছিলেন জাতীয় দল–সংশ্লিষ্ট একজন। এখন কোনোমতে পাকিস্তান সিরিজটা শেষ করে আসতে পারাটাই হবে বিরাট স্বস্তির। কিন্তু আমিরাতের সঙ্গে যে ধাক্কা খেল বাংলাদেশ, তা সামলে কেমন হবে পাকিস্তানে বাংলাদেশের টি–টোয়েন্টির নতুন শুরু